top of page
Image by Ambitious Studio* | Rick Barrett

ALL INDIA

ASPIRING WRITER's

AWARD

Satadru Mazumdar

REGISTRATION ID

C1954

YOUR FINAL SCORE IS IN BETWEEN

9.21 - 9.75

IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
YOUR FINAL SCORE WILL BE ANNOUNCED IN THE AWARD CEREMONY.

1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE  WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU. 
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.


click on the below link to know more information about the FINAL ROUND



 

Written By

Satadru Mazumdar

গল্প মাণত
লেখক শতদ্রু মজুমদার

আস্তিকস্য মুনের্মাতা ভগিনী চ বাসুকীস্তথা । জরৎকারু-মুনেঃ পত্নী মনসাদেবী নমোহস্তু তে।

অঞ্জলি দিতে দিতে নম্রতা মা এর কাছে মানত করেছে তাদের একটা মেয়ে হোক। নম্রতা - শতদলের একটা ৬ বছরের ছেলে আছে। শতদল ও চায় তাদের একটা মেয়ে হোক তাহলেই সংসার পরিপূর্ণ।
এইভাবে কয়েক মাস কাটার পর নম্রতার পিরিয়ড বন্ধ হয়। সেই দিন ইউরিন টেস্টের রিপোর্ট নিতে গিয়ে দুরুদুরু বুকে নার্সিংহোমে প্রবেশ করে শতদল।
বিল পেমেন্ট করার আগে ছিল বিলের কাগজ নিয়ে তিনটে মানুষের পিছনে লাইনে দাঁড়ায় সে। রিপোর্ট দেওয়ার সময় রিসেপশনে থাকা মহিলাটি জিজ্ঞেস করে "পেশেন্ট আপনার কে হয়? "।
উত্তরে শতদল বলে তার স্ত্রী। নার্সিংহোমে গিয়েছে তাই যথারীতি সমস্ত রকম কোভিড স্বাস্থ্যরীতি মেনে ভিতরে গিয়েছে। মুখে মাস্ক,মাথায় শাওয়ার ক্যাপ এবং সাথে হ্যান্ড স্যানিটাইজার।
টেবিলের অন্য প্রান্তে থাকা রিসেপশনিস্ট সবাইকে অবাক করে দিয়ে একটি মাত্র ওয়ার্ড ব্যবহার করলেন " রিপোর্ট পজিটিভ "। আশেপাশের লোকের মুখে রীতিমতো ভয়ের ছাপ। কাঁপা কাঁপা হাতে রিপোর্টের প্যাকেট থেকে রিপোর্ট বের করে শতদল আনন্দে লাফে উঠে। তার স্ত্রীর প্রেগনেন্সি রিপোর্ট পজেটিভ। সব পজেটিভ খারাপ হয় না। বাড়িতে সবাই খুশি।
ওরা স্বামী স্ত্রী নিজেরাও।
এর পরের মাসে আল্ট্রা সোনোগোগ্রাফির রিপোর্ট দেখে নম্রতার মাথায় বাজ পড়ে। মা মনসা তাদের যমজ সন্তান দিয়েছে যদিও এই বাজারে তিন তিনটা সন্তান মানুষ করা কি মুখের কথা?
এক মাসের মধ্যেই নম্রতার আনন্দ চাঁপা উত্তেজনায় পরিণত হয়। শতদল উৎকণ্ঠায় থাকলেও ভ্রুণহত্যা করতে চায়না কিন্তু দ্বিধায় থাকে ভবিষ্যতের কথা ভেবে তার মস্তিষ্ক ও হৃদয় দুই রকম কথা বলছে। অবিরাম যুদ্ধ চলছে নিজের সাথে।
নম্রতা কেঁদেই চলেছে দিনরাত। বাড়িতে একটা থমথমে পরিবেশ শেষে শতদল ভবিষ্যতের কথা ভেবে ও তার স্ত্রীর দিকে তাকিয়ে রাজি হয়। বাথরুমে শাওয়ার চালিয়ে চিৎকার করে কাঁদে তার নিজের ভেতরের বাবাটাকে জীবনে প্রথমবার মেরে ফেলতে রাজি হওয়ার জন্য। কিন্তু ডাক্তার রাজি হয় না। ডাক্তারের মতামত অনুযায়ী এই মুহূর্তে abort করতে গেলে পেশেন্টের ক্ষতি হয়ে যেতে পারে। তাই মেনে নেয় দুজনেই। ছেড়ে দেয় ঈশ্বরের ওপর। এরপর থেকে বাকিটা সময় বেশ ভালই কাটে। প্রেগনেন্সির ৮ মাস নাগাদ একদিন গভীর রাতে ব্যথা শুরু হয় নম্রতার তড়িঘড়ি নার্সিংহোমে ভর্তি করা হয়। অপারেশন শুরু হয় নার্সিংহোমে ভর্তি করার প্রায় ৫ ঘন্টা বাদে। নার্সিংহোমের বাইরে দাঁড়িয়ে শতদল একটার পর একটা সিগারেটকে পুড়িয়ে ফেলতে থাকে। আর ভেতরে শতদলের মা ঈশ্বরকে ডেকে চলে অবিরাম। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এসে বলে দুটিই মেয়ে ছিল!!
১ জন মৃত। অন্যজনের অক্সিজেন চলছে তবে বাঁচার আশা ক্ষীণ।
শতদল নিজেকে দোষারোপ করে বারবার। কেন সে একবারের জন্য হলেও ভেবেছিল যে তার এই যমজ বাচ্চা চাইনা। আত্মীয়-স্বজনদের মধ্যে পাশ থেকে কেউ বলে এখন মৃত বাচ্চাটিকে কবরস্থ করতে হবে।
সেই উদ্দেশ্যে মৃত বাচ্চা কোলে নিয়ে শ্মশানে চলেছে শতদল। আর অপ্রকৃতস্থ হয়ে বিড়বিড় করে বলছে একটাই কথা,, " যে আমার মুখে গঙ্গাজল দেবে বলে পৃথিবীতে আসছিল বাবা হয়ে তার মুখে গঙ্গাজল আমায় দিতে হবে?"...........!!!!!!

PLEASE CHECK YOUR PHOTO

Satadru Mazumdar

ABOVE SHARED PHOTOGRAPH WILL BE USED IN THE CERTIFICATE AND DONT WORRY IF THE ALLIGNMENT IS NOT CORRECT. IT WILL BE CORRECTED DURING CERTIFICATE DESIGN. 

ALSO THE NAME MENTIONED BELOW THE PHOTOGRAPH WILL BE WRITTEN ON CERTIFICATE. 

bottom of page